চট্টগ্রামে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

0 207

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সাদা দল ১-০ গোলে আকাশী দলকে পরাজিত করে। খেলায় একমাত্র  গোলটি করেন সাদা দলের সুবল বড়ুয়া।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সাংবাদিক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি চসিক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীসহ চট্টগ্রামের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা  খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাদা দলের সুবল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.