নদীবন্দরে সতর্ক সংকেত, কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

0 195

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীসহ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। । ইতিমধ্যে দেশের বিভিন্ন নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতে যশোর, কুষ্টিয়া ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির হতে পারে। সেই সাথে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Leave A Reply

Your email address will not be published.