একুশে বইমেলায় সাব্বির জাদিদ’র “বাংলাদেশ এন্টারপ্রাইজ”
লেখকের প্রথম উপন্যাস “পিতামহ”র মতো এবারো দেশের পাঠক মহলে সাড়া জাগাবে নতুন ছোটগল্পের বই “বাংলাদেশ এন্টারপ্রাইজ “। গল্পের পরতে পরতে পাঠক জানতে পারবে এক নতুন বাংলাদেশকে। জানতে পারবে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটসহ ছয় বছরের বিভিন্ন সময়ে দেশের পট-পরিবর্তনের কথা। এই গল্পের মাধ্যমে পাঠক হৃদয়ে লাগবে নতুনত্বের ছোঁয়া।
লেখক ও উপন্যাসিক সাব্বির জাদিদের দ্বিতীয় গল্পগ্রন্থ এটি। বাংলাদেশ এন্টারপ্রাইজে পাঠকরা ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত এই ছয়টি বছরের বিভিন্ন সময়ের প্রেক্ষাপটের বর্ণনাশৈলীতে পাবেন চৌদ্দটি গল্পের সমাহার।
গল্পগুলো দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাকসহ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। একই সাথে শব্দঘর, বিডিনিউজ, বাংলানিউজসহ প্রকাশিত হয়েছে নানান সাহিত্য ম্যাগাজিন ও অনলাইন পোর্টালে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ নামে লেখকের নতুন ছোটগল্পের বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহ্য প্রকাশনীর ৬ নম্বর প্যাভিলিয়নে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন সৃজনশীল মানুষ রাজীব দত্ত। ১১২ পৃষ্ঠার এই বইয়ের মূল্য রাখা হয়েছে মাত্র ২১০ টাকা।