দেশে এলো মেট্রোরেলের প্রথম চালান

0 207
মেট্রোরেলের কোচ

দেশে জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন মোংলা বন্দরে ভিড়ার অপেক্ষায় রয়েছে। জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান বলেন, জাহাজ বন্দরে ভিড়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বাকি ৪টি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে।

বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই রেলওয়ের কারগুলো তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড।

Leave A Reply

Your email address will not be published.