করোনায় চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা
দেশের করোনা আবারো বাড়ছে অতিমাত্রায়। চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এই পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) রাতে চিড়িয়াখানা বন্ধের বিষয়টি জানান চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন।
চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন, দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। নির্দেশনার আলোকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।