তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৬ষ্ঠ-৯ম শ্রেণির
তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৬ষ্ঠ-৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। গত বুধবার (৩১ মার্চ) এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। গতবছরের মতো এবারও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে।
অন্যদিকে স্কুলগুলোকে বলা হয়েছে অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা হোম ওয়ার্ক শিক্ষার্থীদের দেওয়া যাবে না। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে।