করোনায় সাড়ে ৩ ঘণ্টা চলবে একুশে বইমেলা

0 291
ফাইল ছবি

দেশের করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে পরিবর্তন আনা হয়েছে অমর একুশে বইমেলার সময়সূচিতে।

গত বুধবার (৩১ মার্চ) থেকে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায় থেকে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

গণমাধ্যমকে এ তথ্য জানান, বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের (জনসংযোগ) পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী।

এর আগে গত ২৯ মার্চ বইমেলার সময় পরিবর্তন করা হয়। তখন সিদ্ধান্ত ছিল মেলার গেট খুলবে বিকেল ৩টায়। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে মেলায় আগত দর্শনার্থীরা সাড়ে ৭টার পর আর প্রবেশ করতে পারবেন না। যা আগে রাত ৯টা পর্যন্ত ছিল। ১৮ মার্চ শুরু হয় অমর একুশে বইমেলা। তবে, করোনার কারণে ভাষার মাস ফেব্রুয়ারির বইমেলা এবার হচ্ছে স্বাধীনতার মাস মার্চে। স্বাস্থ্যবিধি মেনেই বই মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.