ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

0 186

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনা পরিস্থিতে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ ও  ১২টি দেশ থেকে দেশে যাত্রী আসায়। বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইউরোপ ছাড়াও যেসব দেশের যাত্রী আসতে পারবে না- আর্জেটিনা, ব্রাজিল, চিলি, তুরস্ক, সাউথ আফ্রিকা, উরুগুয়ে, পেরু, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত ও কাতার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চার দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি করোনার কোনো লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার-নির্ধারিত স্থানে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Leave A Reply

Your email address will not be published.