পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ

0 217
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত

করোনা মহামারি প্রতিরোধে সারাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের মতো চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সব ধরনের পর্যটনকেন্দ্র, বিনোদনকেন্দ্র, সিনেমাহল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন  জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার জনসাধারণের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে এই নির্দেশনা দেয়া হলো। নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ দণ্ডবিধি আইন ১৮৬০ এবং সংক্রমক রোগ আইন ২০১৮ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.