ফের ভাসানচরে ২১২৫ রোহিঙ্গা শরণার্থী
নোয়াখালীর ভাসানচরে ষষ্ঠ দফায় স্থানান্তর করা হচ্ছে আরও ২ হাজার ১২৫ জন রোহিঙ্গা । বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামের বোট ক্লাব জেটি ছেড়ে যায় দুপুরে নৌবাহিনীর ৬টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে।
চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌবাহিনী সূত্র এ তথ্য জানান। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সাত লাখ ৪১ হাজার ৮৪১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, গত মঙ্গল ও বুধবার (৩০ ও ৩১ মার্চ) রোহিঙ্গাদের ভাসানচর থেকে এনে চট্টগ্রামে বিএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল রোহিঙ্গাদের আরও একটি টিমকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
পাঁচ দফায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জনকে। ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে।