ধান ও চালের দাম কমে আসবে: কৃষিমন্ত্রী

0 253
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

দেশে ধান ও চালের দাম কমে আসবে শীঘ্রই। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করার সময় জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেন, এবার কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে।

লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে। হাইব্রিড চাষ করার কারণে ১০-১৫ দিন আগেই এবার বোরোর ধান এসেছে। হাওরে ধানের চাষ বাড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এখন চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। এ দাম বেড়েছে নানা কারণে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে। আমরা আশা করছি দ্রুত চালের দাম কমে আসবে।

Leave A Reply

Your email address will not be published.