সাইবার হামলার শিকার কেন্দ্রীয় ব্যাংকসহ দু’শতাধিক প্রতিষ্ঠান

0 335

 

সাইবার হামলা কেন্দ্রীয় ব্যাংকসহ দু’শতাধিক প্রতিষ্ঠানে

সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশতাধিক প্রতিষ্ঠান। এরমধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।

সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে।

সাইবার হামলা তদন্তে গঠিত বিডি সার্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, স্ট্যান্ডার্ড ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে।

এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইবার হামলায় হ্যকাররা প্রতিষ্ঠানগুলির কি পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ এদের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী হাজারো প্রতিষ্ঠান হাফনামের হামলার শিকার হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.