প্রধানমন্ত্রীর তাগিদ স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করার

0 218
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন। নতুনভাবে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে সব খেলা আয়োজন করার তাগিদ দিয়েছেন তিনি।

১ এপ্রিল (বৃহস্পতিবার) গণভবন থেকে ভার্চুয়ালই সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ গেমসের এবারের আসরটি ৯ জেলা শহরে হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে।

তবে করোনার কারণে তা পিছিয়ে গেলেও নানা সর্তকতার মেনে এবার তা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বিওএ।

করোনা সতর্কতা হিসেবে থাকছে তিনস্তরের নিরাপত্তা সেই সাথে আক্রান্তদের দ্রুত আইসোলেশন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে আয়োজকরারা।

Leave A Reply

Your email address will not be published.