প্রবাসীরা ১৯১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের (এক লাখ ৫৮ হাজার ১০৩ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে চলতি বছরের মার্চ মাসে।
রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
১ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বর্তমানে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে প্রবাসীরা ১৯১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ২৯১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৩ লাখ ডলার বেশি।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করা হয়। বৈধ উপায়ে প্রবাসী আয় বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় সরকার।
সে অনুযায়ী, গতবছরের ১ জুলাই থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পেয়ে আসছেন। ফলে করোনার মধ্যেও রেকর্ড গড়ছে রেমিট্যান্স।