করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

0 341
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন।

১ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তিনি নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান। অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন,

‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম।

মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন।

দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়।

অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন।

Leave A Reply

Your email address will not be published.