পাঞ্জেরী প্রকাশনীর কর্ণধার কামরুল হাসান শায়ক আইসিইউতে

0 288
পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রতিষ্ঠাতা কর্ণধার কামরুল হাসান শায়ক

পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রতিষ্ঠাতা কর্ণধার কামরুল হাসান শায়ককে আইসিইউতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

জানা যায়, অমর একুশে বই মেলায় অংশগ্রহণকারী পাঞ্জেরী পাবলিকেশন্সের কর্ণধার কামরুল হাসান শায়ক করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

শুধু কামরুল হাসান শায়ক নয় অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রায় ২০ জনের অধিক লেখক-প্রকাশক এবং বিক্রয় কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনা আক্রান্ত আরেক প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, এখন তিনি আইসিইউতে আছেন। কামরুল হাসান শায়কের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.