জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে লকডাউনে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা। দেশে করোনা পরিস্থিতির কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।
আজ শনিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের চলাচল যাতে একেবারে সীমিত করে ফেলা যায় আমরা সেই পদক্ষেপ নেব।
প্রতিমন্ত্রী বলেন, আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচণা করে সিদ্ধান্ত জানান হবে। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে। লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলা থাকবে, সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে যাতে শ্রমিকরা কাজ করেন- সেটা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে এবং সব ধরনের শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।