বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে দাবা প্রতিযোগিতা

0 156

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর ৪টি দাবা ইভেন্টে বাংলাদেশ আনসার ৩টি স্বর্ণ, ১ রৌপ্য, ২ টি ব্রোঞ্জপদক, বাংলাদেশ পুলিশ ১ টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জপদক, বাংলাদেশ নৌবাহিনী ২ টি রৌপ্যপদক, চট্টগ্রাম বিভাগ ১ টি রৌপ্যপদক ও রাজশাহী বিভাগ ১ টি ব্রোঞ্জপদক লাভ করে। পুরুষ একক র‌্যাপিড দাবায় বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে স্বর্ণপদক, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রৌপ্যপদক এবং বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক লাভ করেন। মহিলা একক র‌্যাপিড দাবায় বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ণপদক লাভ করেন। এই গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৭ পয়েন্ট নিয়ে রৌপ্যপদক এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন। বিকালে অনুষ্ঠিত পুরুষ একক ব্লিট্জ দাবায় বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে আট পয়েন্ট পেয়ে স্বর্ণপদক, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৭ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক এবং , বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক লাভ করেন। মহিলা একক ব্লিট্জ দাবায় বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ণ, চট্টগ্রাম বিভাগের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং রাজশাহীর উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন। ৩ এপ্রিল  শনিবার  সকাল হতে দুপুর পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরুষ একক র‌্যাপিড দাবা ও মহিলা একক র‌্যাপিড দাবা প্রতিযোগিতা দু’টির সপ্তম হতে নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয় এবং বিকালে পুরুষ একক ব্লিটজ দাবা ও মহিলা একক ব্লিটজ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয। এদিন রাতে খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম পদকপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের অপর যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু পদক প্রাপ্তদের পুস্পস্তবক প্রদান করেন। ১০ টি দল দাবা ইভেন্টে অংশ নিচ্ছে। দলগুলো হলোঃ বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব, ঢাকা বিভাগ, চট্গ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ। পুরুষ র‌্যাপিড দাবা ও ব্লিটজ দাবায় ৪ গ্র্যান্ড মাস্টার, দুই আন্তর্জাতিক মাস্টার ৮ ফিদে মাস্টার ও ৫ ক্যান্ডিডেট মাস্টারসহ ৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। মহিলা র‌্যাপিড  ওব্লিটজ দাবায় দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার ৩ জন মহিলা ফিদে মাস্টার ও ২ জন মহিলা ক্যান্ডিডেট মাস্টারসহ ২০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করেন। রবিবার বেলা তিন টা হতে একই স্থানে মিক্সড ক্লাসিক্যাল দলগত দাবা ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। ১০ টি দল দলগত ইভেন্টে অংশ নিচ্ছে। দলগুলো হলোঃ বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, বাংলাদেশ বিমান, ঢাকা বিভাগ, চট্গ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.