মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

0 151
মহানগর স্বেচ্ছাসেবক লীগের শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন এড এইচ এম জিয়া উদ্দিন, কেবি এম শাহজাহান, সালাহ উদ্দিন আহমদ।

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভা গত ৩ এপ্রিল দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপ-কমিটির আহ্বায়ক আজাদ খান অভির সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড এইচ এম জিয়াউদ্দিন, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সদস্য সচিব সালাহ উদ্দিন আহমেদ, ছাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, কাজী হেলাল, হেলাল উদ্দিন, সুজিত দাশ, পঙ্কজ রায়, আব্দুল আজিজ, এসএম সোলায়মান রুবেল, নাসির উদ্দিন রাকিব, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, আসিফ হায়দার, রাকিব চৌধুরী, মো. রাশেদ, সমির উদ্দিন সমুন, সালাহউদ্দিন, যীশু প্রসাদ চৌধুরী, এসএম কুতুব উদ্দিন, মোর্শেদ আলম জনি, জাহেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নতির-অগ্রতির ক্ষেত্রে সারা বিশ্বে নজির স্থাপন করেছে, তখনই সাম্প্রদায়িক অপশক্তি দেশে নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। এই অপশক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.