দেশে লকডাউন ও রমজানকে কেন্দ্র করে ভোগপণ্যের বাজার অস্থিতিশীল

0 415
নগরীর একটি ভোগপণ্যের দোকান

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। রমজানের এক মাস আগে থেকেই চালের বাজারে দামের ঊর্ধ্বগতি। এরইমধ্যে বেড়েছে ভোজ্যতেলেরসহ নানান পণ্যের দাম। দেশে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে লকডাউন। এমন পরিস্থিতি ও আসন্ন রমজানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ঘুরে জানা যায় বর্তমান বাজার পরিস্তিতি।

আজ রোববার (৪ এপ্রিল) নগরীর কর্ণফুলী কমপ্লেক্স ও কাজির দেউরি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রমজানকে কেন্দ্র করে আগে থেকেই কয়েক দফা চাল তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশে আবারও লকডাউন শুরু হচ্ছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে দেশের মানুষের ভোগান্তি বাড়বে।

ব্যবসায়ীরা বলেন, বাজার পরিস্থিতি নিয়ে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে, বর্তমান বাজারে চালের দাম নুরজাহান ৫০ টাকা, জিরাশাহী ৬৫ টাকা, আতপ ও মিনিকেট ৬০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১৩৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

নগরীর কর্ণফুলী কমপ্লেক্সে গরুর মাংসের বাজার

এদিকে গরুর মাংস ও মুরগীতেও বেড়েছে দাম। ব্যবসায়ীরা বলেন,  বর্তমান বাজার মূল্য গরুর গোস্ত প্রতি কেজি চলছে ৬০০ থেকে ৭০০ টাকা আর মুরগীর দাম সোনালী প্রতি কেজি ৩২০ টাকা, ব্রয়লার ১৫০ এবং পাকিস্তানি লেয়ার ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আসন্ন রমজান ও লকডাউনকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষকে পড়তে হবে ভোগান্তিতে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে দেশে লকডাউন ও পবিত্র রমজানে জনগণের জীবনযাত্রার সহজ হবে এমনটাই প্রত্যাশা।

Leave A Reply

Your email address will not be published.