নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযানে ভোক্তা অধিকার টিম
দেশে করোনা পরিস্থিতিতে আবারো দেয়া হয়েছে লকডাউন। লকডাউন ও রমজানকে কেন্দ্র করে কেউ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সারাদেশে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার টিম। বাজার অস্থির করলে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার (৫ এপ্রিল) থেকে দেশজুড়ে এক সপ্তাহের লকডাউন শুরু হবে। লকডাউন চলাকালে দেশের নিত্যপণ্যের বাজারে যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া রমজানে যেন পেঁয়াজ, ছোলা, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হবে।
ইতোমধ্যে দেশের বড় পাইকারি বাজার, জেলাগুলোর মিল ও আড়তগুলোতে অভিযান শুরু হয়েছে। যারাই ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে বাড়তি মুনাফার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক পরামর্শ দেয়া হবে।
ভোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, লকডাউনের মধ্যেও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। তাই তাড়াহুড়ো করে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনবেন না।