বাঁশখালী নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের মতবিনিময়
বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের মতবিনিময় সভা রবিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি (লোহাগাড়া) অধ্যাপক মো. ইলিয়াছ, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোছাইন চাটগামী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা ও চট্টলা ২৪.কম প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী কর্মরত সাংবাদিকদের প্রতি বাঁশখালীর সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহবান জানান এবং সহযোগিতা কামনা করেন।