রাউজান পৌরসভায় জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ
দেশে করোনা মহামারির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারের নির্দশনা অনুযায়ী চট্টগ্রামের রাউজান পৌরসভার মানুষের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
আজ সোমবার (৫ এপ্রিল) রাউজান উপজেলায় করোনার প্রকোপ ঠেকাতে জরুরি ঔষধের দোকান, কাঁচাবাজার এবং মুদি দোকান ব্যতিত সকল হােটেল, রেস্তোরা ও শপিং মল, বিপনী বিতান আগামী (১৪ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টার পর বন্ধ রাখা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং এবং মাস্ক প্রদান করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনিসহ রাউজান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।