দেশে ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ তথ্য

0 267

দেশে করোনা পরিস্থিতি নিয়ে এলো নতুন নির্দেশনা। আজ থেকে সারাদেশে চলছে লকডাউন। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। একই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২ জন।  এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ জনে। এ পর্যন্ত মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, বাকি ১৮ জন নারী। তারা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৯ হাজার ৩১৮ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৪ জন, নারী ২ হাজার ৩১৪ জন।

আজ রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানান, নতুনভাবে ৭ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৯৩২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া করোনাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে কোন অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না।

Leave A Reply

Your email address will not be published.