৫০ বেডের আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন চসিক মেয়র

0 206
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫০ বেডের আইসোলেশন সেন্টার

আজ থেকেই রোগী ভর্তি শুরু হয়েছে আইসোলেশন সেন্টারে। সিটি নাগরিকরা ২৪ ঘণ্টা সুচিকিৎসা পাবে এই আইসোলেশন সেন্টারে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতেই ৫০ বেডের আইসোলেশন সেন্টার চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন।

মেয়র বলেন, প্রাথমিকভাবে আমরা ৫০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করলাম। প্রয়োজন হলে এখানে শয্যা সংখ্যা বাড়ানো হবে। অক্সিজেনসহ সব ধরনের সুবিধা থাকবে আইসোলেশন সেন্টারে। জনগণকে চলমান লকডাউনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.