বুধবার থেকে দেশের সব সিটি কর্পোরেশনে গণপরিবহন চলবে: ওবায়দুল কাদের

0 202

করোনায় ঘোষিত এক সপ্তাহের লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার সিদ্ধান্ত হলেও আগামীকাল থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে চলবে সকাল-সন্ধ্যা গণপরিবহন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার কোন গণপরিবহন চলাচল করবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনে গণপরিবহন সেবা বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে এটা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। তবে, বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং শহর থেকে কোন পরিবহন দুরপাল্লায় ছেড়ে যাবে না।

ওবায়দুল কাদের আরো বলেন,  সিটি করপোরেশন এলাকার সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে বলে জানান তিনি। কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। প্রতিবার গাড়ির যাত্রা শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.