করোনায় আবারো ভিড় বাড়ছে হাসপাতালে
করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে আবারো ভিড় বাড়ছে পরীক্ষাকেন্দ্র ও হাসপাতালের করোনা ইউনিটে। ঠান্ডা জ্বর কাশি শরীর ব্যাথা, গলা ব্যাথা, স্বাদহীনতাসহ করোনার উপশম নিয়ে করোনা পরীক্ষা করাতে হাসপাতালগুলোতে দিনের পর দিন ভিড় করছে সাধারন মানুষ।
পরীক্ষা কেন্দ্রে চাপ বৃদ্ধি পাওয়ায় সব নমুনা একই দিনে পিসিআর টেস্ট সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক। অনেক হাসপাতালে করোনা ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত হাসপাতালে চাপ দ্বিগুণ বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশে যেহেতু আবারো করোনা বেড়েছে তাই পরিস্থিতি সামাল দিতে সাময়িক অসুবিধে হচ্ছে। বেড়েছে হাসপাতালে রোগীর সংখ্যা। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা প্রদান করতে।