সিলেটে ৫ ঘন্টার ব্যবধানে আবারো বন্ধ হলো গণপরিবহন

0 180

সপ্তাহব্যাপী লকডাউনে সারাদেশে বন্ধ করা হয়েছিলো গণপরিবহন। গতকাল (৬এপ্রিল) সিদ্ধান্ত পরিবর্তনের পর আজ (৭এপ্রিল) থেকে দেশের সিটি এলাকায় আবারো চালু হয় বাস চলাচল। কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় প্রশাসনের অনুরোধে ৫ ঘণ্টার ব্যবধানে আবারও তা বন্ধ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচল শুরু হয়। তবে বেলা ১১টার দিকে পুলিশ প্রশাসনের অনুরোধের তা বন্ধ করা হয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচল শুরু করা হয়। তবে বেলা ১১টার দিকে পুলিশ প্রশাসনের অনুরোধের তা বন্ধ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.