স্বাস্থ্যবিধি মানাতে চসিকের অভিযান

0 143

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

গতকাল বুধবার (৭এপ্রিল) সিটি কর্পোরেশনের সিআরবি, লালখান বাজার, কাজির দেউরী ও স্টেডিয়াম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পথচারীদের সচেতন করা হয়।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে ঘরের বাইরে বের হওয়ায় আটজন পথচারীকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং অভিযানে মাস্ক বিহীন জনসাধারনকে মাস্ক প্রদান করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। করোনা মহামারি ঠেকাতে এ অভিযান চলমান থাকবে বলেও জানান ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী।

Leave A Reply

Your email address will not be published.