চট্টগ্রামে করোনার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু

0 160
চট্টগ্রাম মেডিকেলে দ্বিতীয় ডোজ নিতে সাধারণ মানুষের লাইন

করোনা ভাইরাসের প্রকোপ  ঠেকাতে সরকারি নির্দেশনায় সারাদেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। করোনার প্রথম ডোজ দেয়ার দুইমাস পর শুরু হলো দ্বিতীয় ডোজ দেয়ার পক্রিয়া।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেলে সকাল ১০ টা থেকে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম।

করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনেই সাধারণ মনুষ করোনার দ্বিতীয় ডোজ নিতে আসেন। করোনার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজের মেসেজ পেয়ে মেডিকেলে আসা শুরু করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

চট্টগ্রাম মেডিকেলে করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা সাধারণ মানুষ জানান, প্রথম ডোজ নেয়ার পর কোন সমস্যা হয়নি। দুই মাস পর আজ দ্বিতীয় ডোজ নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষ লাইন ধরে করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, আজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতালসহ নগরীর ১০টি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেলে করোনার দ্বিতীয় ডোজ প্রদান

সিভিল সার্জন বলেন, দ্বিতীয় ডোজের জন্য ৫০ হাজার ১৩০ ডোজ টিকা মজুদ আছে। শুক্রবার (৯ এপ্রিল) আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসবে। আমরা ইতিমধ্যে দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পাঠিয়েছি। যারা এসএমএস পেয়েছেন তারাই টিকা নিতে পারবেন। চট্টগ্রামে ৭ এপ্রিল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

টিকা নেয়ার পাশাপাশি আমরা স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা থেকে মুক্তি পাবো। এমনটাই বলছে করোনার টিকা নিতে আসা সাধারণ মানুষ।

Leave A Reply

Your email address will not be published.