রসূলবাগ আবাসিকে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ কাউন্সিলর শহিদের
চট্টগ্রাম নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের উদ্যোগে বুধবার (৭ এপ্রিল) বাদে আছর রসূলবাগ আবাসিকের রসূলবাগ জামে মসজিদের মুসল্লিদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার। এসব সুরক্ষা সামগ্রী বিতরণকালে শহিদুল আলম বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের এবারের সংক্রমণ গত বছরের এই সময়ের চেয়ে তীব্র। এবারের সংক্রমণের হার গতবারের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের আইসিডিডিআরবি’র বিজ্ঞানীদের গবেষণা মতে এই সংক্রমণের ভ্যরিয়েন্ট সাউথ এশিয়ার সাথে অনকেটা মিল রয়েছে। কাজেই করোনা থেকে রক্ষায় সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নাই। তাই ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি আহ্বান থাকবে জীবন জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হলে নিজের ও পরিবারের সুরক্ষায় অবশ্যই মাস্ক পরিধান করবেন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবেন। হাতধোয়া সম্ভব না হলে স্যানিটইজার ব্যবহার করবেন। তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের সরকারি নির্দেশনা মতে মসজিদে আসার পূর্বে ঘর থেকে অযু করে এসে শুধুমাত্র ফরয নামাজ আদায়ের পর ফিরে যাওয়ার আহ্বান জানান। শহিদ নিজেকে নিরাপদ রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতায় তাদের আশপাশও পরিষ্কার রাখতে বলেন।
এসময় কাউন্সিলর শহিদুল আলমের মেঝ ছেলে তানজীম উল কামাল, ২নং ইউনিট আওয়ামী লীগের নেতা আবদুল হাকিম, ছাত্রলীগের সমর দাশ, জয় দত্ত, আজাদ চৌধুরী, জিল্লুর রহমান,সাকিব হোসেন, তাহসিন, সৌরভ দাশগুপ্ত, শ্রাবণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি