বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

0 446

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর আগ্রাবাদ মোড়ে করোনা ভাইরাস হতে মুক্ত থাকার জন্যে সচেতনামূলক আলোচনা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৪ টায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. আব্দুল কাদের রাজুর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান এস এম আজিজ ও সার্জেন্ট রনি কুমার দাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম আজিজ জনসাধারণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সরকার করোনা ভাইরাস মোকাবেলা করার লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে আর আমাদের মত সামাজিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা।

এই সময় ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ আমাদের এই সংগঠন সবসময় জনসাধারণকে সচেতন করে আসছে এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মো. ওমর ফারুক নয়ন, সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. ওমর গনি শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ মো. ফয়েজ রাসেল, আইন বিষয়ক সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার, দপ্তর সম্পাদক মো. দীপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তারেক আল রশিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-মহিলা সম্পাদক তাহফিমুল জান্নাত, মো. সোহাগ প্রমুখ। এই সময় ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ আগ্রাবাদ মোড়ে জনসাধারণকে সচেতন ও মাস্ক বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.