মানব কল্যাণমূলক সংগঠন ফেইথ’র সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান

0 146

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে স্মারকলিপি প্রদান করেছেন মানব কল্যাণমূলক সংগঠন ফেইথ। গাউসুল আযম মাইজভান্ডারীর নামে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়ক বা স্থাপনার নামকরণের জন্য সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পরিচালনা পষর্দের পক্ষে সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি সৈয়দ মোহামদ হাবীব, ফজলুল হক ফজু, ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী, মো. ওমর ফারুখ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোর্শদুল করিম চৌধুরী, মামুনুর রশিদ মামুন, মাওলানা শায়েস্তা খান আযহারী, ফজলুল হক ফজু, নুরে মোহাম্মদ, কামাল উদ্দিন আহমদ, জামাল উদ্দীন, মো. ফারুখ, সমীর দাশ, সরোয়ার, এস এম জাবেদ, জাহিদ সরওয়ার, খোরশেদ আলম, মহিউদ্দিন জীবন, ইউছুপ আলী, নুর মোহাম্মদ, এনামুল হক তপু, মো. রায়হান, মো. মোর্শেদ। স্মারকলিপি মাইজভান্ডারীয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আযম মাইজভান্ডারীর নামে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়ক বা স্থাপনার নামকরণের জন্য। এটা মাইজভান্ডারীর আশেক ও ভক্তদের দীর্ঘদিনের প্রাণের দাবী।

Leave A Reply

Your email address will not be published.