অ‌চি‌রেই নগরীর সকল ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারণ কর‌তে হ‌বেঃ মেয়র

0 153
চট্টগ্রামের এনায়েত বাজার ওয়া‌র্ডের গোয়াল পাড়ায় হে‌লে যাওয়া পাঁচতলা ভবন প‌রিদর্শনে মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ এম রেজাউল ক‌রিম চৌধুরী

ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অ‌চি‌রেই নগরীর সকল ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারণ করা উ‌চিৎ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন সি‌টি মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ এম রেজাউল ক‌রিম চৌধুরী। রোববার সকা‌লে নগরীর ২২নং এনা‌য়েত বাজার ওয়া‌র্ডের গোয়াল পাড়ায় হে‌লে যাওয়া পাঁচতলা ভবন প‌রিদর্শনকা‌লে এ কখা বলেন মেয়র।

তি‌নি ভবনটির মা‌লিককে অ‌চি‌রেই ভে‌ঙ্গে নিরাপদে অপসারণ পূর্বক এলাকা‌কে ঝুঁ‌কিমুক্ত করার আহ্বান জানান। এ জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহ‌যো‌গিতা ও পরামর্শ প্রদান কর‌তে তি‌নি চট্টগ্রাম উন্নয়ন ক‌র্তৃপক্ষ, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সসহ সং‌শ্লিষ্ট‌দের প্রতি অনু‌রোধ জানান।

তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রে আ‌রো ব‌লেন, যারা বি‌ল্ডিং কোড না মে‌নে কিংবা প্রয়োজনীয় অনু‌মোদন ছাড়াই ভবন নির্মাণ ক‌রে‌ছে, ভবন‌কে প‌রিবর্ধন ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে যথাযথ আইনি পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আ‌রো ক‌ঠোরতা অবলম্বন কর‌বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

এসময় সিএমপির ডেপু‌টি ক‌মিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক মো. আজিজুল হক, সিএমপির সহকারী কমিশনার নোবেল চাকমা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, মেয়‌রের একান্ত সহকারী আবুল হাসেম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Leave A Reply

Your email address will not be published.