চবি সিনেট সদস্য তাজুল ইসলামের মৃত্যুতে এলামনাই’র শোক

0 444

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, পরে বাংলাদেশ ছাত্রলীগের চবি সভাপতি, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মো. তাজুল ইসলাম তাজু গত ১০ এপ্রিল রাত ৩টায় ঢাকা ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। পরদিন ১১ এপ্রিল চাঁদপুর শাহরাস্তির ওয়ারুকে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এলামনাই-এর সভাপতি চাকসু সাবেক জি এস গোলাম জিলানী চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, সিনেট সদস্য এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন খান, মুজতবা কামাল, আবদুল বারী, কাজী জসিম উদ্দিন, সৈয়দ রেজাউল করিম, এডভোকেট সেকান্দর চৌধুরী, এডভোকেট রেহানা আকতার, ছালামত আলী, এস এম জাকের হোসাইন, আলী আকবর চৌধুরী, নুরুল ইসলাম খান, ফরিদুল আলম, সোহাইল উদ্দোজা, নাছির উদ্দিন হায়দার, করিম বাবুল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.