১৪ এপ্রিল থেকে সারাদেশ লকডাউন তবে শিল্প-কারখানা খোলা
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি অবনতির কারণে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার (১২ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করা হয়। সে অনুযায়ী, এই আটদিন সরকারি-বেসরকারি, আর্থিক প্রতিষ্ঠান ও গণপরিবহণ থাকবে। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা যেমন শিল্প-কারখানা খোলা থাকবে।
এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা।
আগের নির্দেশনার ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।