করোনায় চট্টগ্রামের সর্বশেষ তথ্য

0 197

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণের হার। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

আজ সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত একদিনে চট্টগ্রামে ২ হাজার ৬০৩টি করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৫৪১ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৪৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৮৯ জন। মোট আক্রান্ত ৪৪ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩০ জন।

Leave A Reply

Your email address will not be published.