পূর্বা’র নিজেরা সচেতন হই ক্যাম্পেইন সম্পন্ন

0 180

কোভিড অতিমারীর এই সময়ে ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলতে উদ্বুদ্ধ করতে ডাস্টবিনে ময়লা ফেলুন, জীবানুমুক্ত দেশ গড়ুন শ্লোগানে দক্ষিণ বাকলিয়ায় হয়ে গেলো ক্যাম্পেইন নিজেরা সচেতন হই।

ইপসা একটিভ সিটিজেনের ডিজিটাল মডেল ও চ্যালেঞ্জ ফান্ড প্রকল্পের আওতায় ও ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ক্যাম্পেইনটি বাস্তবায়নে কাজ করছে পূর্বা। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে স্বাস্থ্যবিধি মেনে বাকলিয়ার চারটি ডাস্টবিন সংলগ্নস্থানে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন বার্তা ও স্টিকার দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন বার্তা এবং স্টিকারের মাধ্যমে নাগরিকদের উদ্বুদ্ধ করা হয়।

পূর্বা’র সম্পাদক ও ক্যাম্পেইনের টীম লিডার শ্রাবনী ভট্টাচার্য্যের তত্বাবধানে ক্যাম্পেইনে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, যুগ্ন সম্পাদক ইসরাত জাহান জ্যোতি, প্রীতম দাশ, ফটোগ্রাফি সেল সম্বনয়ক তূর্জয় দাশ, জাফর ইকবাল জনি, অপূর্ব চৌধুরী, ডেইজী মলি­ক, তৃষা বিশ্বাস উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.