বিশেষ প্রয়োজনে খোলা থাকছে ব্যাংক
সারা দেশে করোনা পরিস্থিতির কারণে শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে আট দিনের কঠোর ও সর্বাত্নক লকডাউন। করোনার প্রকোপ ঠেকাতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবার ব্যাংক নিয়ে এলো আলাদা নির্দেশনা। বিশেষ প্রয়োজনে সরকারি নির্দেশনায় ব্যাংকের সেবা চালু থাকবে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই নির্দেশনায় বিশেষে প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে।