সংকট উত্তরণে আল্লাহ যেন তৈফিক দান করেন: রমজানের বার্তায় চট্টগ্রাম সিটি মেয়র

0 309

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বার্তায় বলেন, মুসলিম ধর্মাবলম্বীদেও শ্রেষ্ঠতম ধর্মকর্ম হলো মাহে রমজান। সংকট উত্তরণে আল্লাহ যেন তৈফিক দান করেন।

সংযত, সিয়াম সাধনা রোজা ও নামাজে পরিশুদ্ধ হোক সকল মুসলমানের হৃদয়-মন-অন্তর। এবাদত-বন্দেগীতে আমরা যেন করোনাকালের দুর্বিপাক মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি সেই প্রত্যাশা করি।

লোভ-লালসার উর্ধে থেকে রমজান মাসে শুদ্ধাচারী জীবন যাপনে এ পবিত্র মাসের সকল ধর্মীয় অনুশাসন অনুসরন করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য-নৈকট্য লাভ করতে পারি মহান রবের দরবারে এই প্রার্থনা করি।

Leave A Reply

Your email address will not be published.