করোনায় চট্টগ্রামের সর্বশেষ তথ্য

0 181

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণের হার। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৪৫৯ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৫২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯৩৪ জন।

আজ শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে এক হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৫২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রামে নগরের ২৩৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭ জন।

Leave A Reply

Your email address will not be published.