শারীরিক অবস্থার উন্নতি বেগম জিয়ার

0 167

করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শনিবার জ্বর থাকলেও এখন নেই।

গত রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা এই তথ্য জানান। এছাড়া বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান।

চিকিৎসকরা আশা করছেন, করোনা মহামারিতে আক্রান্তের দ্বিতীয় সপ্তাহ ভালোভাবেই পার করতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আর ৪৮ ঘন্টা পার করতে পারলেই বেগম জিয়া আশঙ্কামুক্ত হবেন বলেও জানান চিকিৎসকরা।

Leave A Reply

Your email address will not be published.