বাড়ছে চলমান লকডাউন, সন্ধ্যায় প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন 

0 163
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সারাদেশে করোনার প্রকোপ ঠেকাতে চলমান লকডাউন আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন আজ সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যা নাগাদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোববার বৈঠক করে বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই করোনা ও সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নির্দশনার পর সন্ধ্যা নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Leave A Reply

Your email address will not be published.