২২ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খুলে দেয়ার দাবি চট্টগ্রামের সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের

0 181

আগামী ২২ এপ্রিল থেকে প্রয়োজনীয় সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খুলে দেয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী সংগঠন, চট্টগ্রামের নেতারা।

আজ সোমবার( ১৯এপ্রিল) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে নগরীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এসময় ব্যবসায়ীরা জানান, গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার তারা দ্বিগুন পুঁজি খাটিয়েছে ব্যবসায়ে। যার বেশিরভাগ টাকাই কড়া সুদে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া। তাই শ্রমিক-কর্মচারীদের বেতন এবং বোনাসের জন্য ঈদের আগে সহজ শর্তে ঋণ ও প্রণোদনার প্রদান সহ অগ্রাধিকার ভিক্তিতে দোকান মালিক-কর্মচারিদের ভ্যাক্সিনেশনের আওতায় আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

Leave A Reply

Your email address will not be published.