চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

0 182

পবিত্র রামজান মাসে বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গত সোমবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কর্নেল হাট কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট মুদি, মাংস, মরগী, মাছ ও ফ্রুটস এর দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করেন। সে সময় দৃম্যমান স্থানে মূল্য তালিকা না টাঙ্গানো দায়ে ৯জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯শত টাকা জরিমান আদায়করেন।

এছাড়াও করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে কর্নেল হাট, এ.কে খান, অলংকার মোড় ও পাহাড়তলী আমবাগান এলাকায় জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করে এবং মাস্ক বিতরণ করা হয়।

আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.