নারায়ণগঞ্জের ঘটনায় মামুনুল জড়িত: সিআইডি

0 204

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নারায়ণগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলার প্রাথমিক তদন্তে এ তথ্য জানায় সিআইডি প্রধান ।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেন, এখন মামুনল হক একটি মামলায় রিমান্ডে আছেন। চলমান মামলার রিমান্ড শেষ হলে আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করব।

উল্লেখ্য, রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.