রাউজান পৌর এলাকার মসজিদে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ

0 435

করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও রাউজানের উন্নয়নের কাণ্ডারী গণমানুষের নেতা রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আহ্বানে গত সোমবার ১৯ এপ্রিল রাউজান পৌরসভার মসজিদসমূহে জীবানুনাশক স্প্রে-মেশিন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী।

এসময় প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, এড. দিলীপ চৌধুরী, এড সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুন্নেসা ও জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, ছাত্রলীগ নেতা জিপলু দে জিপু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা আবু সালেক, মোহাম্মদ সাব্বির, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাছির, তানভির চৌধুরী, মোহাম্মদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.