সৈয়দশাহ রোড ও ভাই ভাই কলোনীতে খাদ্যসামগ্রী বিতরণ কাউন্সিলর শহিদের

0 207

চট্টগ্রাম নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের উদ্যোগে গতকাল সোমবার (১৯ এপ্রিল) মাঝরাতে সৈয়দ শাহ রোড ও ভাই-ভাই কলোনীর গরীব দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বাসীন্দাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়।

এসময় কাউন্সিলর শহিদ বলেন, আমরা এখন বিশেষ সময় পার করছি। চলমান লকডাউনের কারণে গরীব অসহায় মানুষের জীবন জীবীকা আজ সংকটাপন্ন। তাই সামর্থ অনুসারে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এলাকায় যারা আয় উপার্জন কমে যাওয়ায় সমস্যায় আছেন তারা আমার সরাসরি, মোবাইল ফোন বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সাধ্য অনুযায়ী  আপনাদের সহায়তা করা হবে। এক্ষেত্রে পরিচয়ও গোপন রাখা হবে।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, এস এম আজিজ,তরুণ সমাজসেবক মাঈনুল কামাল, নজরুল চৌধুরী, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা নাজিম দেওয়ান, ইয়াছিন টিপু, নিজাম খান, মুন্না খান, মোহাম্নদ আরিফ, বাকলিয়া থানা ছাত্রলীগের সিনিয়র সদস্য আবরার হাবিব, মোহাম্নদ রায়হান, ওয়ার্ড ছাত্রলীগের নেতা মোহাম্মদ আকিব উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.