আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ৭ ঘন্টা দোকানপাট ও শপিংমল খোলা থাকবে

0 187

দেশে চলমান লকডাউনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনেই করা যাবে বেচাকেনা। লকডাউনে সার্বিক পরিস্থিতিতি বিবেচনা করে দোকানপাট ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রজ্ঞাপনে বলা হয়।   বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, চলমান লকডাউনের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি না, এ বিষয়ে সরকার রোববার সিদ্ধান্ত জানাবে। তার আগেই আজ (শুক্রবার) সিদ্ধান্ত জানিয়ে দিলো সরকার। করোনার কারণে দেশে চলমান লকডাউনের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।।

Leave A Reply

Your email address will not be published.