২৮ এপ্রিল আসছে নতুন নির্দেশনা
করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিলের পর তুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে ধীরে-ধীরে খুলে দেওয়া হবে সব প্রতিষ্ঠান। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ২৮ এপ্রিল লকডাউনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। তবে লকডাউন তুলে দেয়া হলেও সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। লকডাউন না থাকলেও জীবনযাত্রার বিষয়ে থাকবে বেশ কিছু নির্দেশনা।
ফরহাদ হোসেন বলেন, সামনে যে নির্দেশনা আসবে তা কঠোরভাবে মানতে হবে। নির্দেশনা মেনে চললে সংক্রমণ অনেকটাই কমে যাবে। গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে চালক ও যাত্রীদের। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে। পরিস্থিতিতি বিবেচনা করে দেয়া হবে নতুন নির্দেশনা।